ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬

৬৭ হাজার শিক্ষক নিয়োগে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ‘সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬’ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৬৭ হাজার ২০৮টি শূন্যপদে মাদ্রাসায় নিয়োগ দেওয়া হবে ৩৬ হাজার ৮০৪ জন, স্কুল ও কলেজে ২৯ হাজার ৫৭১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ৮৩৩ জন নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন ও ফি জমা দিতে পারবেন। 

২০২৫ সালের ৪ জুন তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর পর্যন্ত কার্যকর থাকতে হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা একই পদে (সমপদে) পুনরায় আবেদনের সুযোগ পাবেন না। তবে উচ্চতর পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন থাকলে তারা আবেদন করতে পারবেন। 

পদভিত্তিক শূন্যপদের তালিকা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী এনটিআরসিএ’র ওয়েবসাইট (www.ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত পোর্টাল (http://ngi.teletalk.com.bd)-এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, গত বছর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৪১ হাজার শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি